শিখা জন্মদিনে অসহায়দের খাওয়ালেন
মোঃ উমর ফারুক, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
একটি বে-সরকারি স্বেচ্ছাসেবী সংগঠন শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি সাবেকুন নাহার শিখার ২৭’তম জন্মবার্ষিকী উদযাপিত হয়। প্রতিবছরের ন্যায় এবারও শিখা তার জন্মদিনে বন্ধু-বান্ধবদের নিয়ে ব্যান্ড বাজিয়ে গানবাজনা হইহুল্লুর এবং বিশাল আকারের কেক না কেটে শত শত গরীব অসহায় অনাহারে দিন কাটানো মানুষদের একবেলা পেট পুরে মাংস ভাতের আয়োজন করেন। রবিবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের দানেজপুর বাসভবনে এ কাঙ্গালী ভোজের আয়োজন করেন তিনি। এসময় তিনি নিজ হাতে অসহায়দের মাঝে খাবার পরিবেশন করেন। কাঙ্গালী ভোজের পেটপুরে খাওয়া অসহায় মানুষগুলো মানবিক মহিয়সী নারী শিখার জন্য প্রাণভরে দোয়া করেন। এবং বাঁকিজীবন সমাজের এমন অসহায় মানুষগুলোর পাশে যেন থাকতে পারে আল্লার দরবারে প্রার্থনা করেন। শিখা গতবছর পাঁচবিবি পৌরসভা নির্বাচনে মেয়র পদে সতন্ত্র প্রার্থী ছিলেন। ভবিষ্যতেও পৌরবাসীর সেবক হতে মেয়র পদে নির্বাচন করবেন বলেন, সাবেকুন নাহার শিখা।