শিরোপা দৌড়ে রিয়ালের ধাক্কা, যা বললেন আনচেলত্তি

জেরার্ড মরেনোকে বার্সেলোনা চাইলে উপহার পাঠাতে পারে। তার একটি গোল ও অ্যাসিস্টে ভিয়ারিয়াল ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে এবং শিরোপা দৌড়ে কাতালান জায়ান্টকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এই ম্যাচ হেরে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছে রিয়াল। শনিবার (০৭ জানুয়ারি) ম্যাচ শেষে ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮, বার্সার সমান। কিন্তু এক ম্যাচ কম খেলে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে জাভি হার্নান্দেজের দল।

বড় দল যখন হেরে যায় পেনাল্টি গোলে, সবসময়ই তা বাড়তি আলোচনার খোরাক জোগায়। তবে কার্লো আনচেলত্তি বরাবরই একটু অন্যরকম। স্রোত গা ভাসাতে কখনোই তাকে দেখা যায় না খুব একটা। ভিয়ারিয়ালের কাছে পেনাল্টি গোলের হারের পর যেমন রিয়াল মাদ্রিদ কোচ বলছেন, ওই পেনাল্টি ঠিকই ছিল। প্রতিপক্ষ তুলনামূলক অনেক ভালো খেলেই জিতেছে।

পেনাল্টি প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ফুটবল অনেক বদলে গেছে। হ্যান্ডবল নিয়ে পরিষ্কার আইন আছে এবং শরীর থেকে হাত দূরে থাকা অবস্থায় যদি হাতে বল লাগে, এটা পেনাল্টি। দুটি সিদ্ধান্তই (পেনাল্টির) ঠিক ছিল। ফুটবল সমর্থকেরা যদিও এই ধরনের পেনাল্টি দেখতে চায় না। তবে রেফারিদের তো এই আইনকেই সম্মান করতে হবে।
রেফারিকে না দুষে রিয়াল কোচ বরং কাঠগড়ায় তুলছেন নিজেদেরই। প্রতিপক্ষের জয়টা পুরোপুরি প্রাপ্য ছিল বলেই মনে করেন তিনি। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছে এবং লড়াই হয়েছে বেশ। তবে আমার মনে হয়, ভিয়ারিয়াল আমাদের চেয়ে ভালো খেলেছে। জয়টা তাই তাদেরই প্রাপ্য। আমরা ভালো খেলিনি, বিশেষ করে রক্ষণে। খুব ভালোভাবে রক্ষণ সামলাতে পারিনি আমরা, আঁটসাঁট ছিলাম না যথেষ্ট। রক্ষণের চার জন ও মাঝমাঠ ভুগেছে এই ম্যাচে। মাঝেমধ্যে আমরা বিপজ্জনক হতে পেরেছি, কিন্তু অন্য সময়ের মতো নিয়ন্ত্রণ ছিল না আমাদের। এসব শুধরে নিতে কঠোর পরিশ্রম করতে হবে আমাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights