‘শেখ হাসিনার উন্নয়ন ছাত্রলীগকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে’

কুমিল্লা প্রতিনিধি
১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ফজলুল হক মুসলিম হল থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে যাত্রা শুরু করে তৎকালীন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। মাত্র ১৪ জন তরুণ নিয়ে প্রথম গঠিত হয় ছাত্রলীগ। সেই থেকে সময়ের প্রয়োজন মেটাতেই এগিয়ে চলা বাংলাদেশ ছাত্রলীগের। জন্মের প্রথম লগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের ছয় দশকের সবচেয়ে সফল সাহসী সারথী বাংলাদেশ ছাত্রলীগ। এ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শ ও রক্তে গড়া একটি সংগঠন। ছাত্রলীগের মধ্যে জাতীয়তাবোধ, মানবতাবোধ, দেশপ্রেমসহ সব মানবীয় গুণাবলীর চর্চা থাকতে হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন, দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ।

বুধবার বিকালে দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লার উত্তর জেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহি উদ্দিন। সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রুবেলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম সারোয়ার হাসান চিনু, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হুমায়ন কবির, জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহীন সরকার, সাইফ জলিল অনি,জেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক অনুপম দেবনাথ আদিত্য, সারোয়ার হোসেন রাকিবসহ বিভিন্ন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, শেখ হাসিনার হাত ধরে দেশ যে উন্নতির স্বর্ণশিখরে আরোহণ করছে। তার অদম্য নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের হাত ধরেই দেশ থেকে দূর হয়েছে ক্ষুধা ও দারিদ্র। ইতোমধ্যে তিনি শান্তি, গণতন্ত্র, স্বাস্থ্য ও শিশু মৃত্যুর হার হ্রাস, তথ্যপ্রযুক্তির ব্যবহার, দারিদ্র্য বিমোচন, উন্নয়ন এবং দেশে-দেশে জাতিতে-জাতিতে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য ভূষিত হয়েছেন মর্যাদাপূর্ণ অসংখ্য পদক, পুরস্কার আর স্বীকৃতিতে। এসব উন্নয়ন ছাত্রলীগকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বঙ্গবন্ধুর যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রী পাশে থেকে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you like about this page?

0 / 400

Verified by MonsterInsights