শেরপুর মডেল কলেজে ১৬২তম রবীন্দ্র জয়ন্তী উৎসব
শেরপুর প্রতিনধি
শেরপুর মডেল গালর্স ডিগ্রী কলেজে আজ বিকালে ১৬২তমন রবীন্দ্র জন্ম জয়ন্তী পালিত হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন সারোয়ারের সভাপত্বে নোবেল বিজয়ী এই কবির উপর আলোচনা, আবৃতি, নাচ ও গান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মাসুদ হাসান বাদল।
বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মাসুম ইবনে সফিক, সৈয়দা সাফিনাজ শিফা, তোফায়েল আলম দোলন, গোলাম মাহবুব কাকন, আবু হানিফ, শরিফুর রহমান, উকিল উদ্দিন।