শৈলকুপায় মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি
মুজিবনগর দিবস উপলক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক এম হাকিম আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শামিম হোসেন মোল্লা,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান শিকদার ইকুসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বাংলার জনগণের শাসনতান্ত্রিক অধিকার নিশ্চিতকরণে এবং স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করতে মুজিবনগর সরকারের ভূমিকা অবিস্মরণীয়। এটা আগামী দিনে দেশ গঠনে আওয়ামী লীগের নেতাকর্মীদের উৎসাহিত করবে।
আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামী লীগের মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী শামিম হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি নির্বাচন অফিসে মনোনয়ন জমা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights