সখীপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করেছে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন। বুধবার সকালে এ উপলক্ষে বিভিন্ন সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় সহস্রাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী নারী-পুরুষ অংশ নেয়।
উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান বাবু আশীষ কুমার বর্মনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু বিকাশ চন্দ্র বর্মন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নরেশ চন্দ্র সরকার, পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ চন্দ্র কর্মকার, উপজেলা কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত বি.কে. চৌধুরী, সখীপুর ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার কোচ প্রমুখ। আলোচনা সভা শেষ দিনভর নৃত্য অনুষ্ঠান করেন ক্ষুদ্র নৃগোষ্ঠী নৃত্যগোষ্ঠী।