সড়ক নিরাপত্তায় শিক্ষার্থীদের সচেতনতা সভা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক সভা করেছে বিআরটিএ। মঙ্গলবার নগরীর ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জি.) মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের সড়ক পারাপারে সচেতনতা, ট্রাফিক আইনসহ নিরাপদ সড়ক গড়ে তুলতে করণীয় বিষয়ে আলোচনা ও মতামত নেওয়া হয়।
এতে চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক-উত্তর) এডিসি কীর্তিমান চাকমা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমেদ শাহিন আল-রাজী, লে. কর্নেল (অব.) মঈনুল ইসলাম চৌধুরী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী, জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) রায়হান আক্তার উর্থী উপস্থিত ছিলেন।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে নগরীর নিউমার্কেট মোড়ে রোড শো ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোটরযান চালক, মোটরযান মালিক, মোটরযানের যাত্রী, পথচারী ও অভিভাবকদেরকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।