সব আগের মতোই আছে, শুধু শেখ হাসিনা নেই: গয়েশ্বর

অনলাইন ডেস্ক

সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সরকার বদলে গেছে। তুমি-আমি আগে যেমন ছিলাম, তেমনই আছি। জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। সব আগের মতোই আছে, শুধু শেখ হাসিনা নেই।

রবিবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন’ দিবস উপলক্ষে বিএনপির প্রচার দলের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, আওয়ামী লীগ সরকারের সময় হওয়া মামলায় এখনও বিএনপি নেতাকর্মীদের আদালতে হাজিরা দিতে হচ্ছে। প্রশ্ন তোলেন, সেগুলোতে এখনও কেন হাজিরা দিতে হচ্ছে? সরকার পরিবর্তন হওয়ার পরও কেন এমন ভোগান্তি পোহাতে হচ্ছে? এরপরই বলেন, এজন্যই বলেছি সরকার আগের মতোই আছে। পরিবর্তন হয়নি।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে। আমরা আপনাদের সর্বাত্মক সহায়তা করবো। এই মুহূর্তে নির্বাচন হলে ৯০ শতাংশ মানুষ ভোটে উপস্থিত হবে। ১৬ বছর ধরে জাতি অপেক্ষা করছে। তাই আপনারা জাতির সামনে পরিষ্কার করুন, কতদিনে নির্বাচন দেবেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আরও বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights