সমন্বয়কদের নিয়ে ফেসবুকে পোস্ট: ছাত্রলীগ নেতা আটক
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় সমন্বয়কদের নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ও নাশকতার অভিযোগে খোকসা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক ফরিদ আলীকে পুলিশ আটক করে আদালতে সোপর্দ করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এফ ডট আলী নামের একটি ফেসবুক আইডি থেকে তিনি “জন জিবনে নতুন আতঙ্কের নাম সমন্বয়ক আতংক” শিরোনামে একটি স্ট্যাটস দেন। এছাড়াও ওই ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময় অসত্য স্ট্যাটাস প্রকাশ করে আসছিলেন। স্ট্যাটাসটি স্থানীয় সমন্বয়কদের দৃষ্টিগোচর হয়। এ ছাড়াও ফরিদ আলীর বিরুদ্ধে নাশকতার অভিযোগ থাকায় তাকে আটক করা হয়েছে।
আটক সাবেক ছাত্রলীগ নেতার চাচা আনোয়ার হোসেন বাবলু জানান, ফরিদকে কোন মামলায় আটক করা হয়েছে তা তারা জানেন না। শুনেছি ফেসবুকে লেখা লেখি নিয়ে তাকে আটক করা হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনূল ইসলাম জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ। ফরিদ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক ছিলেন।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে নাশকতার মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। নাশকতা ছাড়াও তার বিরুদ্ধে সমন্বয়কদের নামে মিথ্য ফেসবুকে স্ট্যাটাস দেওয়ারও অভিযোগ রয়েছে।