সম্প্রীতির বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সংবাদ সম্মেলন
মো. ইসমাইল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার সমন্বয়করা সংবাদ সম্মেলন করেছে।

বুধবার (৭ আগস্ট ২০২৪) দুপুর দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে এই দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত পাঠ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সমন্বয়ক একরামুল হক আবির।

লিখিত বক্তব্যের শুরুতে স্মরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহান বীর শহিদ ও আহতদের যাদের অপরিসীম ত্যাগের বিনিময় আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। তিনি এই বিজয় সকল শহিদ, আহত ও সাধারণ জনগণকে উৎসর্গ করেন এবং দিনাজপুরের সাধারণ জনগণ যারা এই ভয়াল রাতগুলোতে আশ্রয় দিয়েছিল, আইনজীবী, শিক্ষকসহ সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

লিখিত বক্তব্যে সমন্বয়ক আবির বলেন, বিজয় অর্জনের সাথে সাথে একদল কুচক্রী মহল নানা রকম প্রপাগান্ডা চালাতে তৎপর রয়েছে। এ বিজয়কে ধূলিসাৎ করার প্রচেষ্টায় মগ্ন। এ অবস্থায় সারাদেশ কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বিভিন্ন মন্দির, ধর্মীয় উপাসনালয়, হিন্দু সম্প্রদায় ও সংখ্যালঘুদের উপর নির্যাতন করার সুযোগ না পায় সে বিষয় আমরা নানা রকম কর্মসূচি ও এলাকাভিত্তিক কমিটি গঠন করেছি। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শিক্ষার্থী ও সর্বসাধারণকে এ বিষয় সচেতন ও অপতৎপরতা রুখতে সজাগ থাকার আহ্বান জানান, কারণ আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই।

এই সমন্বয়ক আরও বলেন, সংসদ ভেঙ্গে দিয়ে রাষ্ট্রপতি কর্তৃক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদষ্টা বিখ্যাত নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে ঘোষণা করা হয়েছে। সুতরাং খুব শীঘ্রই দেশ চলমান অস্থিতিশীল পরিস্থিতি থেকে স্থিতিশীল হবে বলে আমরা প্রত্যাশা করি। এ কারণে আগামী বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার ৩২ জন সমন্বয়ক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights