সাংবাদিক নাদিম হত্যাকারীদের বিচার দাবিতে বরিশালে সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
জামালপুরে বাংলানিউজের জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে বরিশালে মানববন্ধন করেছে সাংবাদিক ইউনিয়ন।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সাংবাদিক ইউনিয়ন বরিশালের উদ্যোগে এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের সহযোগীতায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, হুমায়ুন কবির, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, নুরুল আলম ফরিদ, ফিরদাউস সোহাগ, রাহাত খান, গোবিন্দ সাহা ও এমআর প্রিন্সসহ অন্যান্যরা।
বক্তারা সাংবাদিক নাদিম হত্যার তীব্র প্রতিবাদ জানান। হত্যায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান তারা। এই হত্যার বিচার না হাওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন সাংবাদিক নেতারা।