সাউদার্ন ভিসিকে ক্যাম্পাসে প্রবেশে বাধা: প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. মোজাম্মেল হককে বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বাধা দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরের বায়েজিদ লিংক রোডে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর আগে উপাচার্যকে নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন তারা। তবে এ ব্যাপারে সাউদার্ন ইউনিভার্সিটির কেউ কথা বলতে রাজি হননি।

এর আগে সনদ বাণিজ্যসহ নানা অনিয়ম নিয়ে প্রতিবাদ করায় নিয়মবহির্ভূতভাবে অব্যাহতি দেওয়া হয় উপাচার্য অধ্যাপক মোজাম্মেল হককে। পরে তাঁকে স্বপদে বহালের নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে যানবাহন পাঠানোর অনুরোধ করে একটি চিঠি দেন মোজাম্মেল হক। তবে সেই চিঠি গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights