সাগরে হামলার শিকার জাহাজ থেকে ২১ ক্রুকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী
অনলাইন ডেস্ক
লোহিত সাগরে বুধবার একটি জাহাজে হুতিরা হামলা চালায়। এতে জাহাজে আগুন ধরে যায়। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, তারা ওই জাহাজের ২১ জন ক্রুকে উদ্ধার করেছে।
নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার এডেনের দক্ষিণ-পশ্চিমে বার্বাডোজের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার এমভি ট্রু কনফিডেন্স ‘একটি ড্রোন/ক্ষেপণাস্ত্রের আঘাতে’ বিধ্বস্ত হয়। ফলস্বরূপ এতে আগুন লেগে যায় এবং কিছু ক্রু সদস্য গুরুতর আহত হয়। ক্রুরা জাহাজটি ত্যাগ করতে বাধ্য হয়।
ভারতের নৌবাহিনী আরও বলেছে, এতে তিনজন ক্রু নিহত ও চারজন আহত হন। সামুদ্রিক সুরক্ষা অভিযানের জন্য মোতায়েন ভারতীয় নৌবাহিনীর জাহাজ কলকাতা ঘটনাস্থলে পৌঁছায়। হেলিকপ্টার এবং নৌকা ব্যবহার করে লাইফ র ্যাফট থেকে ২১ জন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়।
জাহাজের মেডিকেল টিমের পক্ষ থেকে আহত ক্রুদের জরুরি চিকিৎসা সহায়তা দেওয়া হয়। পরে ক্রুদের পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতে সরিয়ে নেওয়া হয়।