সাঘাটায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত জেলের নাম রবীন্দ্রনাথ (৫২)। রবীন্দ্রনাথ বোনারপাড়া ইউনিয়নের ছাটকালপানি গ্রামের উপিন্দ্র নাথের ছেলে। বৃহস্পতিবার সকালে উপজেলার বোনারপাড়ার তেলিয়ান বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রবীন্দ্রনাথ দীর্ঘদিন থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিলেন। বুধবার রাতে তেলিয়ান বিলে মাছ ধরতে যায় রবীন্দ্রনাথ। মাছ ধরার একপর্যায়ে সকালে প্রচণ্ড ঝড় শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে রবীন্দ্রনাথের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন।