সাতক্ষীরায় আলোচিত ছাত্রলীগ নেত্রী নিশি গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার রাত ৩টার দিকে জেলার দেবহাটা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দেবহাটা থানার ওসি হজরত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, নিশি দেবহাটা উপস্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাসায় অবস্থান করছেন। পরে সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. ইয়াসিনকে মারধর করে রক্তাক্ত আলোচনায় আসেন নিশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights