সাত ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরবে রেল যোগাযোগ স্বাভাবিক
অনলাইন ডেস্ক
৭ ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে আখাউড়ার উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত ইঞ্জিনটি সরিয়ে নিলে ওই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কিশোরগঞ্জে আন্তঃনগর ‘এগারসিন্দু’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। এ সময় ময়মনসিংহ-ভৈরব রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে আন্তঃনগর ‘এগারসিন্দু’ ‘গোধূলী’ ঢাকা থেকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এর কিছুক্ষণ পর স্টেশনের উত্তর পাশে ‘এগারসিন্দু’ ট্রেনের ইঞ্জিনের ৬টি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মিজানুর রহমান জানান, খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের পৌঁছায়। বুধবার সকাল ৬টার দিকে আখাউড়ার ওই উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত ইঞ্জিনটি সরিয়ে নিলে ওই রুটে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।