সাপের কামড়ে প্রাণ গেল শিশুটির!
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচরে সাপের কামড়ে রাফিয়া খান নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা! উপজেলার দত্তপাড়া ইউনিয়নের নয়াবাজার সংলগ্ন গুয়াগাছিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮ টার দিকে শিশুটি ঘরের সিড়িতে গিয়ে পা ঝুলিয়ে বসে। কিছুক্ষণ পর চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখে পায়ে কোন কিছুর কামড়ের চিহ্ন। এর পরেই সিড়ির নিচে সাপ দেখতে পায়। পরক্ষণে শিশুটি বমি করতে শুরু করলে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
এদিকে শিবচর হাসপাতালে এ ধরনের রোগী ভর্তির কোন রেকর্ড নেই বলে শিবচর হাসপাতাল সূত্রে জানা গেছে।
শিশুটির বাবা রাকিব খান বলেন,’ঘরের দুয়ারে সিড়িতে গিয়ে বসার পরই পায়ে কামড় দেয়। আমার মেয়ে ভয়ে চিৎকার দিয়ে উঠে। আমরা প্রথমে বুঝতে পারি নাই। ভেবেছি অন্য কিছুতে কামড় দিতে পারে। পরে দেখি সাপ। ততক্ষণে বমি করতে শুরু করে মেয়ে। আমার গলা শক্ত করে জড়িয়ে রেখেছিল! মেয়েটিকে বাঁচানো গেলো না।’