সালথায় সর্বজনীন পেনশন নিয়ে অবহিতকরণ সভা
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথায় বিভিন্ন সুবিধাভোগী নারীদের নিয়ে সর্বজনীন পেনশন বিষয়ক অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় সালথা উপজেলা পরিষদ চত্বরে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
সালথা উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান বালীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক উজ জামান ফকির মিয়া, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, যুবলীগ নেতা মো. বাদল হোসেন প্রমুখ।
সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় ভাওয়াল, গট্টি, রামকান্তপুর ও আটঘর ইউনিয়নের কয়েক হাজার সুবিধাভোগী নারীরা উপস্থিত ছিলেন।