সিকৃবিতে ই-রিসোর্সেস সেন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যুগের সাথে তাল মিলিয়ে, অবাধ তথ্য প্রবাহের প্রয়োজনীয়তায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) লাইব্রেরিতে যুক্ত হয়েছে ই-রিসোর্সেস সেন্টার। মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় গ্রন্থাগারে এই ই-রিসোর্সেস সেন্টার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, তথ্য ও যোগাযোগ উন্নয়নে এবং জ্ঞান অনুসন্ধানকারীদের সর্বোচ্চ সুবিধা দিতে এই ই-রিসোর্সেস সেন্টার যুগান্তকারী ভূমিকা রাখবে।

কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক সুবীর কুমার পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শাহ আলমগীর, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম এবং আইসিটি দপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
প্রসঙ্গত, লাইব্রেরি পরিষেবার গুণগত মান উন্নয়ন এবং বই জার্নালসহ বিভিন্ন সংগ্রহশালাকে আরো সহজীকরণ করতে সিকৃবির ই-রিসোর্সেস সেন্টারটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সহজেই ই-বুক, ই-জার্নাল, বিবিলোগ্রাফিক ডাটাবেজ, ই-নিউজপেপার ইত্যাদি এই সেন্টারে এসে পড়তে পারবেন। এছাড়া বিশ্বের বড় বড় লাইব্রেরির সাথে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় লাইব্রেরির পাঠকরা এই ই-রিসোর্সেস সেন্টারের মাধ্যমে যুক্ত হতে পারবেন। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ৩০টি কম্পিউটার দিয়ে ই-রিসোর্সটি উদ্বোধন হলেও শীঘ্রই এর কলেবর বৃদ্ধি পাবে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you like about this page?

0 / 400

Verified by MonsterInsights