সিডনিতে চঞ্চল চৌধুরী ও তার সঙ্গীদের সম্বর্ধনা
অস্ট্রেলিয়া প্রতিনিধি
অস্ট্রেলিয়ার সিডনিতে চঞ্চল চৌধুরী ও তার সঙ্গীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় সিডনির মিন্টোস্থ মেজবান রেস্তোরাঁয় স্থানীয় বাংলাদেশি কমিউনিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
অভিনেতা চঞ্চল চৌধুরী, দিব্য জয়তি, সৌম্য জয়তি, অভিনেত্রী শাহানাজ খুশি ও নাট্যকর বৃন্দাবন দাসের সম্মানে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (৩০ জুলাই) বিকেল ৫টায় বঙ্গজ ফিল্ম আয়োজিত ব্রায়ান ব্রাউন থিয়েটার ব্যাঙ্কসটাউনে চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, শাহানাজ খুশি, দিব্য জয়তি এবং শৌম্য জয়তী লাইভ পারফর্মে অংশগ্রহণ করবেন। তাদের সাথে সিডনির শীর্ষস্থানীয় প্রতিভাবান সংগীতশিল্পী ও বাদ্যযন্ত্রীরা থাকবেন।