সিরাজগঞ্জে ফুলেল শ্রদ্ধায় শহীদদের স্মরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
ফুলেল শ্রদ্ধায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করছে সিরাজগঞ্জবাসী। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে শহরের শিশু সৌধে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।

তোপধ্বনির পরই প্রথমে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানান। এরপর পুলিশ সুপার ফারুক হোসেন, র‌্যাব, আনসার-ভিডিপি, জেলা মুক্তিযোদ্ধা দল, এলজিইডি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও শিশুরাও একে একে ফুলেল শুভেচ্ছা জানান।

শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সকলেই আগামীর বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন ও ছাত্র-জনতার অভ্যুত্থানে রচিত নতুন বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights