সিরিয়া থেকে সরে যাচ্ছে রাশিয়া?
যুক্তরাজ্য শনিবার জানিয়েছে, তারা সাম্প্রতিক দিনগুলোতে সমুদ্র চ্যানেলে দিয়ে সিরিয়ান আরব প্রজাতন্ত্রে ব্যবহৃত গোলাবারুদ বহনকারী ছয়টি রাশিয়ান নৌ ও বাণিজ্যিক জাহাজের সন্ধান পেয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ডিসেম্বরে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বাশার আসাদের ক্ষমতাচ্যুত করার পর রয়্যাল নেভি এবং রয়্যাল এয়ার ফোর্সের ছায়ায় থাকা জাহাজগুলি সিরিয়া থেকে প্রত্যাহার করছে।
রাশিয়া আসাদের উৎখাতের পর থেকে সিরিয়া থেকে তার সামরিক সম্পদ সরিয়ে নিচ্ছে বলে দাবি করেছে ব্রিটিশ মন্ত্রণালয়টি। এটিকে মধ্যপ্রাচ্যে (মস্কোর) উচ্চাকাঙ্ক্ষার প্রতি আঘাত হিসাবে বর্ণনা করছে তারা।
লন্ডনে রাশিয়ার দূতাবাস তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে কোনো জবাব দেয়নি।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, পুতিন তার মিত্র আসাদকে ত্যাগ করার পর এই জাহাজগুলি সিরিয়া থেকে পিছু হটছিল। এখনও এগুলো সশস্ত্র এবং গোলাবারুদে ভরা ছিল।”
১৩ বছরের গৃহযুদ্ধের পর আসাদ মস্কোতে পালিয়ে যান। তবুও সিরিয়ায় সেনা ঘাঁটি বহাল রাখতে চাইছে মস্কো। বর্তমানে এ নিয়ে চলছে দরকষাকষি।