সিলেটে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আতাউর রহমান আতাই (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ২ টায় উপজেলার ইছাকলস ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী বিলেরখড় হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আতাই মিয়া পুটামারা গ্রামের পশ্চিমপাড়ার মৃত বশির মিয়ার ছেলে। এর আগে শুক্রবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বেরিয়ে রাতে আর ফেরেননি।

আতাইয়ের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় তিনি স্থানীয় পুটামারা বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরে রাতে আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে বিলের খড় হাওরে রক্তাক্ত অবস্থায় একজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে আতাইয়ের পরিবারের সদস্যরা গিয়ে শনাক্তের পর পুলিশ লাশ উদ্ধার করে। আতাইয়ের মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাত দেখা গেছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজাইর আল মাহমুদ আদনান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠিয়েছে। তাকে কী কারণে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights