সিলেট সীমান্তে ৬ দিনে চার কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে নতুন বছরের ৬ দিনে প্রায় চার কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। আটক করা হয়েছে অনুপ্রবেশকারী চার ভারতীয় নাগরিককে। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির টহল দল এসব পণ্য জব্দ করে।

সর্বশেষ সোমবার সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, প্রতাপপুর, শ্রীপুর, সংগ্রাম, লবিয়া, নোয়াকোট, তামাবিল, বিছনাকান্দি, ডিবিরহাওর ও লাফার্জ বিওপি। এসময় বিপুল পরিমাণ ভারতীয় পণ্যের চালান জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে- বিপুল পরিমাণ চিনি, পোস্তদানা, কেনু, মহিষ, গরু ও মাদক। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে জব্দ করা হয় রসুন ও শিং মাছ। জব্দকৃত চোরাই পণ্যের মূল্য ১ কোটি ১৮ লাখ ৭০ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এর আগে গত ৪ জানুয়ারি বিজিবি ৪৮ ব্যাটালিয়নের জওয়ানরা অভিযান চালিয়ে ১ কোটি ৮ লাখ ৯৭ হাজার ৫০ টাকা এবং ১ জানুয়ারি ১ কোটি ৪৩ লাখ ৯৬ হাজার ৭০০ টাকার চোরাই পণ্য জব্দ করে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানী পণ্য জব্দ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights