সুদানের রাজধানীর একটি বাজারে ড্রোন হামলা নিহত ৪০
অনলাইন ডেস্ক
সেনাবাহিনী এবং আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দেশের নিয়ন্ত্রণের জন্য যুদ্ধ করছে। রাজধানী খার্তুমের দক্ষিণে একটি মুক্ত বাজারে (ওপেন মার্কেট) ড্রোন হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে।
মানবাধিকার কর্মী ও চিকিৎসাকর্মীরা এই তথ্য জানিয়েছেন। এছাড়া খার্তুমের মায়ো পাড়ায় হামলায় অন্তত ৭০ জন আহত হয়েছেন।
প্রতিরোধ কমিটি এবং বাশাইর ইউনিভার্সিটি হাসপাতালের দুই স্বাস্থ্যসেবা কর্মী এই তথ্য জানিয়েছেন। হাসপাতালটিতে হতাহতদের চিকিৎসা করা হয়।
হাসপাতালে ভর্তি অনেকের অঙ্গচ্ছেদ প্রয়োজন হবে।