সুন্দরবনের বাঘসহ বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের নতুন উদ্যোগ
বাগেরহাট প্রতিনিধি
বিশ্ব ঐতিহ্য এলাকা সুন্দরবনের রাজা রয়েল বেঙ্গ টাইগারসহ বন্যপ্রাণী রক্ষায় এবার বনজীবীদের গণসচেতনতা বাড়াতে নতুন উদ্যোগ শুরু করেছে বন বিভাগ। ‘বাঘ আমাদের অহংকার- রক্ষায় দায়িত্ব সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার দুপুরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে বন্যপ্রাণী সুরক্ষার সেমিনারে বক্তারা বলেছেন, সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকারের ফলে ওই মাছ ও পানি খেয়ে বাঘ, হরিণ ডলফিনসহ বিভিন্ন বন্যপ্রাণী রোগাকান্ত হয়ে মারা যাচ্ছে। আর ওই মাছ খেয়ে মানুষ ক্যান্সার, কিডনি ও লিভারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এই অবস্থায় সুন্দরবনের বন্যপ্রাণী সুরক্ষা ও নিজেদের বাঁচতে বিশ্ব ঐতিহ্য এলাকা এই ম্যানগ্রোভ বনে খালে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো’র সভাপতিত্বে বাঘসহ বন্যপ্রাণী রক্ষায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য স্থানীয় এমপি হাবিবুন নাহার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজু মুহাম্মদ নূরুল কবির, চাঁদপাই রেঞ্জের এসিএফ রানা দেব, স্টেশন কর্মকর্তা আনিসুর রহমান, জিউধরা স্টেশন কর্মকর্তা মুহাম্মদ হানানান আলী, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবার হোসেন।
সেমিনারে বনজীবী, বন কর্মকর্তা কর্মচারীসহ সিএমসি, সিপিজি, ভিটিআরসি’র ও সুন্দরবনের বন্যপ্রাণী সুরক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবীরা অংশ নেন।