সুস্মিতার সঙ্গে বিচ্ছেদই নাকি জীবনের শ্রেষ্ঠ ঘটনা, মুখ খুললেন রণদীপ

অনলাইন ডেস্ক

সুস্মিতা সেন, জীবনে সাফল্য পেয়েছেন। দুই কন্যাসন্তানের মা তিনি। তবু এখনও ‘সিঙ্গল’। জীবনে প্রেম এসেছে, কিন্তু কারও সঙ্গেই সংসার বাঁধেননি। বিক্রম ভাট্ট থেকে রণদীপ হুডা- অনেকের সঙ্গেই নাম জড়িয়েছিল সুস্মিতার। তবুও তিনি বিয়ে করেননি।

একটা সময় রণদীপ হুডার সঙ্গে বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন সুস্মিতা। ঘনিষ্ঠ মহলে সে কথা স্বীকারও করেছিলেন। প্রকাশ্যেও দেখা গিয়েছিল, দু’জনকে কয়েকবার। তবে সে সম্পর্কও পরিণতি পায়নি। অবশেষে সুস্মিতার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে মুখ খুললেন রণদীপ।

তার কথায়, ‘আমি কোনও মিস ইউনিভার্সের সঙ্গে সম্পর্কে ছিলাম না। কখনও সম্পর্কে জয়ের অনুভূতি পাইনি। সুস্মিতার কথায় এক বার আমি একটি থিয়েটার রিহার্সাল মিস্ করেছিলাম। কারণ, সুস্মিতা চায়নি আমি যাই। নিজের মূল্যবোধের বিরুদ্ধে গিয়ে এই কাজটা করেছিলাম।
তার সঙ্গে সম্পর্ক থাকাকালীন খ্যাতির স্বাদ পাই। যদিও সেই সময় আমি তারকা ছিলাম না। আমার জীবনের অনেকটা সময় দিয়েছিলাম। তবে ওই সম্পর্কে বিচ্ছেদেই জীবনে কিছু করার ইচ্ছাশক্তি জুগিয়েছিল। তাই ওই বিচ্ছেদটাই ছিল আমার জীবনের সেরা ঘটনা বলেও উল্লেখ করেন রণদীপ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights