সেই নারীর ফাঁসি কার্যকর করল সিঙ্গাপুর

অনলাইন ডেস্ক

গেল দুই দশকের মধ্যে এই প্রথম এক নারীর ফাঁসি কার্যকর করেছে সিঙ্গাপুর। আজ শুক্রবার তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযুক্ত সারিদউই জামানি (৪৫) ৩০ গ্রাম হেরোইন পাচারের অপরাধে দোষী সাবস্ত্য হয়েছিলেন।

এই নিয়ে মাদক মামলায় চলতি সপ্তাহে দুই জনের ফাঁসি কার্যকর করেছে সিঙ্গাপুর।
মাদকের বিরুদ্ধে কট্টর অবস্থান নেওয়া দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর অন্যতম। সিঙ্গাপুরে ১৫ গ্রামের বেশি হোরোইন ও ৫০০ গ্রামের বেশি গাঁজা বহন করলেই মাদক আইনে মৃত্যুদণ্ডের বিধান আছে।

তবে অনেক মানবাধিকার সংস্থা ও কর্মীরা বলছে, এতো কম পরিমাণ মাদক বহনের শাস্তি কোনোভাবেই মৃত্যুদণ্ড হতে পারে না। বরং এইসব মানুষকে পুনর্বাসন প্রক্রিয়ায় স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টাই মাদক পাচার প্রতিরোধে কার্যকর পন্থা হতে পারে।

সূত্র: বিসিবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights