স্বতন্ত্র প্রার্থীকে হুমকি, স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে মামলার নির্দেশ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকারের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন এই নির্দেশ দিলেও তা আজ শুক্রবার প্রকাশ্যে আসে।

নির্বাচন কমিশন সচিবালের উপসচিব আব্দুস সালাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‌“‘লিটন সরকার গত ৫ ডিসেম্বর ভানী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদকে হুমকি দেন। তিনি বলেন, ‘আমাদের থাবা থেকে বাঁচার ক্ষমতা কারও নেই। ওপেন চ্যালেঞ্জ দিলাম কমপিটিশনতো দূরের কথা জামানতও থাকবে না। তোর ইউনিয়নে তুই আমার সামনে দাঁড়া, তুই কত বড় সেয়ান হইছত, তুই আমার সম্মুখে কেন নৌকার বিরুদ্ধে নির্বাচন করতাছত। আমি তোর বাড়িতে গিয়ে ধরমু।”
এতে আরও উল্লেখ করা হয় ‘তিনি (লিটন সরকার) ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১(ক) এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন। এমতাবস্থায়, অভিযুক্ত লিটন সরকারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারকে নির্দেশনা দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

‘এমতাবস্থায়, সংশ্লিষ্ট জেলার বিজ্ঞ পাবলিক প্রসিকিউটরের সহযোগিতায় অভিযুক্ত লিটন সরকারের বিরুদ্ধে অনতিবিলম্বে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কুমিল্লায় নিয়মিত অভিযোগ দায়ের করার জন্য আপনাকে (উপজেলা নির্বাচন কর্মকর্তা) অনুরোধ করা হলো,’- বলা হয় চিঠিতে।

এ বিষয়ে কুমিল্লা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, ‘আমরা ব্যবস্থা গ্রহণের আদেশ কপি হাতে পেয়েছি। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights