স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে পেটালেন আওয়ামী লীগ কর্মী

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে ফিল্মি স্টাইলে পেটালেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের এক সদস্য। নির্যাতনের ভিডিও রবিবার সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার রতনপুর এলাকায় বিগত কয়েক বছর থেকেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলের মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের একটি অফিসে রয়েছে। প্রতিদিনের মতো শনিবার রাতে ওই অফিসে বসে আনোয়ার, উপজেলা আওয়ামী মৎস্যজীবী সদস্য শামসুল ইসলাম মিলন, মনির ,বাদশা-সহ আরও অনেকে আলাপ-আলোচনা করছিলেন। হঠাৎ করে অফিস কার্যালয়ের ভিতরে মৌচাক ইউনিয়নের আওয়ামী লীগ সদস্য ফরহাদ সিকদার হাতে লাঠি নিয়ে ঢুকেই ফিল্ম স্টাইলে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর নির্যাতন চালায়। এ নির্যাতনের ভিডিওটি পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
উপজেলা মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য ফরহাদ সিকদার জানান, মারামারির বিষয়ে আমি কোনও কথা বলতে চাই না। আমার হাতে লাঠি ছিল তবে মারামারি করিনি।

নির্যাতনের শিকার আনোয়ার বলেন, ট্রাকের নির্বাচন করেছি বলেই লাঠি দিয়ে আমাকে মারপিট করে। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ফরহাদ।

স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল জানান, নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই বিভিন্ন এলাকায় আমার নেতাকর্মীদের নির্যাতন চালানো হচ্ছে। তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিচ্ছে প্রতিপক্ষ। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, মারামারির ঘটনায় কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights