‘স্বৈরাচার হাসিনা মানুষকে ধর্মহীন শিক্ষায় শিক্ষিত করে নাস্তিক বানাতে চেয়েছিল’
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার বিতর্কিত শিক্ষা সিলেবাস প্রণয়নের নামে এদেশের মানুষকে ধর্মহীন শিক্ষায় শিক্ষিত করে নাস্তিক বানাতে চেয়েছিল।
শনিবার রাতে বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে তিনি এ কথা বলেন।
বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে তিনি বলেন, বিগত সরকার ষষ্ঠ শ্রেণির শিক্ষা বইয়ে শরিফ-শরিফার গল্প এনে ট্রান্সজেন্ডারকে প্রমোট করতে চেয়েছিল। মাধ্যমিক পর্যায়ের বই থেকে চার খলিফার জীবনী উঠিয়ে দিয়েছিল। এদেশের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ জনতার প্রতিবাদে পিছু হটে ছিল। তাদের নীলনকশা অনুযায়ী বিতর্কিত শিক্ষা সিলেবাস প্রণয়ন করতে পারেনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিগত সরকারের ২০১২ শিক্ষা সিলেবাস বাতিলের দাবি জানান তিনি।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসুল সাইয়েদ হাসান আশজাদ মাদানি (ভারত)। বিশেষ অতিথি ছিলেন বেফাক শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি, মাওলানা জুনায়েত আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা মুফতি হারুন এজাহার ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী। সম্মেলনের সভাপতিত্ব করেছেন মাওলানা মাহাবুব রহমান।
সম্মেলনে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, দেশে ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশের দুই হাজার মানুষের তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। তাই তাদের রক্তে পাওয়া স্বাধীনতাকে বৃথা যেতে দেবো না।