হবিগঞ্জে চুরির ঘটনায় আটক ১

হবিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ-হবিগঞ্জ ভায়া শাল্লা-আজমিরীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মালামাল চুরির ঘটনায় সাহাব উদ্দিন মিয়া (২৬) নামে এক চোরকে আটক করছে পুলিশ। শনিবার আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুর থেকে তাকে আটক করা হয়। আটক সাহাব উদ্দিন মিয়া পিরোজপুর গ্রামের মৃত. মস্তু মিয়ার ছেলে। আটকের সময় তার কাছ থেকে চুরি যাওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ১লা ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে আঞ্চলিক মহাসড়কের কন্সট্রাকশনের প্রকল্প ম্যানেজার (সুনামগঞ্জ অংশের রাধা নগর পয়েন্টের) মো.হাবিবুর রহমান বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩ জনকে আসামি করে আজমিরীগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার (ওসি) মো. ডালিম আহমেদ জানান, মামলা দায়েরের পর আমরা সাহাব উদ্দিনকে আটক করি। আটক সাহাব উদ্দিনকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights