হবিগঞ্জে ডিসি-এসপির ছবি দিয়ে টিকটক, আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ছবি ব্যবহার করে টিকটক ভিডিও তৈরির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বানিয়াচং থানা পুলিশ উপজেলার গ্যানিংগঞ্জ বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে। আটককৃতরা হল, উপজেলার মন্দরী গ্রামের পলাশ হোসেন ইমন (২৫) ও সাগর দিঘীর পশ্চিমপাড় মহল্লার মিল্লাত মিয়া (১৬)।

বুধবার বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ আবু হানিফ জানান, সম্প্রতি হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ইশরাত জাহান ও পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলির ছবি ব্যবহার করে টিকটক ভিডিও তৈরির পর তারা সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এছাড়াও তারা দেশের তারকা ব্যক্তিদের নিয়ে টিকটক ভিডিও তৈরি করে।

তিনি বলেন, আটকের পর তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জেলা প্রশাসক ও এসপির ছবি না চিনেই এমনটা করেছে বলে জানায়। তবে এখনও পর্যন্ত তাদের কোন অসৎ উদ্দেশ্য নেই এমনটা ধারণা করা হচ্ছে। পরবর্তীতে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights