হাবিপ্রবিতে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা

দিনাজপুর প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তিন দিনব্যাপী “৩য় বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা এবং আইআরটি বার্ষিক গবেষণা প্রতিবেদন ২০২২-২৩এর মোড়ক উন্মোচন” করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হাবিপ্রবির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এম. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, বিশেষ অতিথি ছিলেন প্রথম ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলো এবং হাবিপ্রবির সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এম. আফজাল হোসেন।
এতে স্বাগত বক্তব্য প্রদান করেন আইআরটির সহযোগী পরিচালক প্রফেসর ডা. মো, সুলতান মাহমুদ।
পরবর্তীতে আইআরটির বিভিন্ন গবেষণা কার্যক্রম তুলে ধরেন পরিচালক প্রফেসর ড. এস.এম. হারুন উর রশিদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন, চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights