১৬ বছর আত্মগোপনে থাকা আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

ভোলার চরফ্যাশন থানার ২০০৮ সালের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোস্তফা মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোস্তফা গত ১৬ বছর পলাতক ছিলেন। তার বাড়ি চরফ্যাশন থানার উত্তর মাদ্রাজ এলাকায়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান, ২০০৮ সালে হত্যার হুমকিসহ একজনকে আঘাতের অভিযোগে মোস্তফার বিরুদ্ধে ভোলা জেলার চরফ্যাশন থানায় মামলা দায়ের হয়। ওই মামলার বিচারিক কার্যক্রম চলাকালে আদালত মোস্তফার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর দীর্ঘ ১৬ বছর পালিয়ে ছিলেন তিনি। মঙ্গলবার হালিশহর এলাকায় অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে চরফ্যাশন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights