৩১ দফা নিয়ে শেরপুরে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময়
শেরপুর প্রতিনিধি
গত তিন দিন ধরে শেরপুর জেলার অন্তত ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদল ও জেলা ছাত্রদলের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়ে আগামী দিনে দেশ ও ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিৎ তা নিয়ে মতামত ব্যক্ত করা হয়। ছাত্রদের অধিকার, দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা হয়।
একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
তিন দিনে অন্তত পাঁচ হাজার শিক্ষার্থীদের মাঝে আলোচনা ও লিফলট বিতরণ এর পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ ও উদ্দেশ্য তুলে ধরা হয়।
মতবিনয়গুলিতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাসান আল আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক কসম ফয়সালসহ জেলা ছাত্রদলের সভাপতি সভাপতি নিয়ামূল হাসান আনন্দ, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জল ও স্বস্ব ইউনিটের ছাত্রদলের নেতৃবৃন্দ।