সাবেক ইউপি চেয়ারম্যানের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর কলেজ এলাকার একটি বাসা থেকে সাবেক ইউপি চেয়ারম্যান জাফর উল্লাহ ভূঁইয়ার (৫৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। জাফর উল্লাহ ফেনীর লেমুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার বাড়ি ওই ইউনিয়নের কসকা বাজার এলাকায়।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ খান জানিয়েছেন, পরিবারের সদস্যদের সাথে মনোামালিন্যের কারণে গত তিন বছর ধরে জাফর উল্লাহ নিজামপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। শনিবার সন্ধ্যার পর থেকে ভবনের নিচে না আসায় স্থানীয়রা রবিবার তার বাসায় যান। সেখানে গিয়ে দেখা যায় তার লাশ শোয়ার ঘরে পড়ে আছে। পরে পুলিশকে জানালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। শনিবার রাত থেকে রবিবার সন্ধ্যার মধ্যে তিনি শারীরিক অসুস্থতার কারণে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।