ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশায় বিস্ফোরণ, চালক নিহত
অনলাইন ডেস্ক
চট্টগ্রামের চন্দনাইশে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় এক সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে দগ্ধ হয়ে অটোরিকশার চালক নিহত হয়েছেন।
আজ সোমবার বিকাল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কালঘর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত চালকের নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল।
ঘটনার প্রত্যক্ষদর্শী শওকত আলী পারভেজ নামের এক মোটরসাইকেল চালক জানান, ওই সিএনজির পেছনে আমি ছিলাম। হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছিল। সেই আগুনে চালক পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হাইওয়ের গাছবাড়িয়া এলাকায় পুলিশ বালুবাহী ডাম্প ট্রাকটিকে থামার নির্দেশ দেয়। কিন্তু চালক নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে গাড়ি চালাতে থাকে। ট্রাকটি গাছবাড়িয়া কালঘর এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ধাক্কা লাগার পর অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এতে চালক দগ্ধ হয়ে তার আসনেই মারা যান।