দৈনিক যশোর বার্তা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সৈয়দ আরাফাত হোসেন তাজ
অভয়নগর (যশোর) প্রতিনিধি: দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক যশোর বার্তা হাঁটি হাঁটি পা পা করে ১টি বছর পার করে দ্বিতীয় তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করতে যাচ্ছে। নানা চড়াই-উতরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে দৈনিক যশোর বার্তা আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।

আগামী ১১ নভেম্বর ২০২৪ খ্রি. দৈনিক যশোর বার্তা পত্রিকার দ্বিতীয় তম প্রতিষ্ঠা বার্ষিকী -২০২৪ অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংবাদিকদের মিলন মেলাকে সফল ও সার্থক করার লক্ষে শুক্রবার সকাল সাড়ে ১১টায় খুলনা খালিশপুর নোয়াখালী সমিতির মিলনায়তনে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ খুলনা জেলা প্রতিনিধি এস. এম. জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রস্তুতি সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যশোর বার্তা পত্রিকার সম্পাদক মোঃ শিহাব উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে সকলকে সততার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ ও তথ্য প্রদানের মাধ্যমে পত্রিকার অগ্রগতি এবং উন্নয়নে অবদান রাখার জন্য অনুরোধ জানান এবং সার্থক করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান। এছাড়াও স্বাগত বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক শেখ মাহাতাব হোসেন, মোহাম্মদ
মুজাহিদ, সহ-সম্পাদক, খোকন বিশ্বাস, ভ্রাম্যমান প্রতিনিধি, এম আজাদ হোসেন, কপিলমনি প্রতিনিধি, মোহাম্মদ হাবিবুল্লাহ, ভ্রাম্যমান প্রতিনিধি, মিঠুন দত্ত, স্টাফ রিপোর্টার, অভয়নগর, মোহাম্মদ ইমদাদ হোসেন, পাইকগাছা, সৈয়দ আরাফাত হোসেন তাজ, অভয়নগর, ইঞ্জিনিয়ার অহিদ অহিদ মুরাদ, ইব্রাহিম খলিল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights