নেত্রকোনায় কমরেড মণি সিংহ মেলার উদ্বোধন

নেত্রকোনা প্রতিনিধি

মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ও টঙ্ক আন্দোলনে মহানায়ক কমরেড মণি সিংহের ৩৪তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে সাত দিনব্যাপী মেলা শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১২ টায় দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকায় মেলার উদ্বোধন করেন মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ।
এর আগে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে মেলা প্রাঙ্গণ থেকে এটি র‌্যালি শুরু হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মেলায় রয়েছে আসবাবপত্রসহ তৈজসপত্রের দোকান, শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights