সিরাজগঞ্জে ৫ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

সিরাজগঞ্জ প্রতিনিধি:
শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ ও শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে দেশব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে সিরাজগঞ্জে প্রায় ৫ লক্ষ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডা. রামপদ রায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

তিনি জানান, ৬-১১ মাস বয়সী ৫৩ হাজার শিশুকে একটি করে নীল রংয়ের ক্যাপসুল এবং ১১-৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ২১৯৭টি টিকা কেন্দ্রে সাড়ে চার হাজার স্বেচ্ছাসেবকের পাশাপাশি পরিবার পরিকল্পনার ৭৩৮টি কর্মী এ কার্যক্রমে অংশ গ্রহন করবেন। সংবাদ সম্মেলনে জেলার সকল প্রিন্ট ও ইল্ট্রেনিক্স মিডিয়ার সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights