গুরুদাসপুরে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্বোধন

নাটোর প্রতিনিধি

বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানসহ বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি শিক্ষার বিকাশ ঘটাতে নাটোরের গুরুদাসপুরে আনুষ্ঠানিকভাবে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্বোধন করা হয়েছ।

উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে শনিবার সকাল ১০ টায় উপজেলার গুরুদাসপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্লাবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। এরপর ইউএনও শ্রাবণী রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এখানে ইংরেজি শিক্ষকরা প্রতি সপ্তাহে আগ্রহী শিক্ষার্থীদের বিনা বেতনে ইংরেজি ভাষা শেখাবেন।

অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা মো. মোনোয়ারুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রবিউল করিম ও সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আককাছ বক্তব্য রাখেন। বক্তারা ল্যাংগুয়েজ ক্লাব প্রতিষ্ঠায় সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়েছেন। এছাড়া অন্যান্যদের মধ্যে প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় শিক্ষক সুলতানুল আরেফীন, দুলাল হোসেন, রাশেদ নিজাম, নুসরাত জেরিন এবং শিক্ষার্থী মো. আবরার ফারাবি, আরহামন আহবাব, তাসলিমা তাইয়্যেবা ইংরেজিতে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights