টেকনাফে এসে পড়ল মিয়ানমার থেকে ছোড়া গুলি

কক্সবাজার প্রতিনিধি:

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের আশপাশে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। ওপার থেকে মর্টার শেল, বোমা, গ্রেনেড ও গুলির শব্দ সীমান্তের এপারে ভেসে আসছে। শুক্রবার রাত ১১টা থেকে শনিবার বিকাল পর্যন্ত কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার মানুষ বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে।

শনিবার সকালে মিয়ানমার থেকে ছোড়া গুলি টেকনাফের হ্নীলার দমদমিয়ার বাসিন্দা আবদুর রহিমের বসতবাড়ির আঙিনায় এসে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন হ্নীলার ইউপি সদস্য মোহাম্মদ আলী।

আরেক বাসিন্দা আলী আহমদ বলেন, থেমে থেমে ভারী গোলার শব্দ এপারে শোনা যাচ্ছে। সীমান্ত এলাকায় অযথা না যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শরিফ বলেন, শুক্রবার রাতে আবারও বিস্ফোরণে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

টেকনাফ সদরের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, বিস্ফোরণের বিকট শব্দে এলাকার বাসিন্দাদের ঘরবাড়ি কেঁপে উঠছে। সীমান্তের লোকজন শান্তিতে ঘুমাতে পারছে না।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নেজামী বলেন, হঠাৎ করে এভাবে বিস্ফোরণে বাড়িঘর কেঁপে উঠছে। স্বাভাবিকভাবে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হওয়ার কথা। এ সুযোগে যাতে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights