দিনাজপুরের খানসামায় পারিবারিক কলহে একই রশিতে স্বামী-স্ত্রীর আত্বহত্যা
আব্দুস সালাম দিনাজপুর প্রতিনিধি ”
দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের মারগা গ্রামে পারিবারিক কলহে একই রশিতে স্বামী-স্ত্রী গলায় ফাস দিয়ে আত্বহত্যা করেছে। খানসামা থানার ওসি চিত্ত রজ্ঞন জানান, আজ (১লা জানুয়ারী) রোববার সকালে এলাকাবাসি খবর দিলে সোয়ার ঘর থেকে তাদের লাশ উদ্ধার করেন। নিহত দুই জন হলেন, আব্দুর রহিমের পুত্র রবিউল (৩৪) ও স্ত্রী সামসুন নাহার (৩২)। তাদের ৯ মাসের একটি শিশু কন্যা রয়েছে।১৫ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। সংসারে অনটনের কারনে প্রায় সময় বিবাদ লেগে থাকতো বলে স্থানীয়রা জানায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ ব্যাপারে আরো অধিক তদন্ত করা হচ্ছে বলে ওসি চিত্ত রজ্ঞন জানান।