বরিশালে নদীতে জাল ফেলে পালানোর সময় জেলের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের হিজলায় নদীতে জাল ফেলে পালানোর সময় ইঞ্জিন চালিত নৌকার পাখার আঘাতে এক জেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন হিজলা থানার ওসি আবুল কালাম আজাদ।
মৃত জেলে নয়ন বেপারী (৬২) উপজেলার বাউশিয়া গ্রামের বাসিন্দা।
ওসি আবুল কালাম আজাদ জানান, মেঘনার শাখা নদীতে বাউশিয়া এলাকায় ছেলে ও নাতিকে নিয়ে জাল ফেলেন নয়ন বেপারী। এ সময় অজ্ঞাত স্প্রিড বোটের শব্দ পেয়ে পালিয়ে তীরে রওনা হন তিনি। তীরের কাছকাছি পৌঁছুলে জেলে নয়ন বেপারী লাফ দেয়। ইঞ্জিন চালিত নৌকার হাল ধরে থাকা ছেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে হালের পাখার আঘাতে গুরুতর আহত হয় জেলে নয়ন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় হিজলা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। জেলের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।