বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারাল জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে চমক দেখাল জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৩ রানের জয় পেয়েছে তারা।

যদিও এই ম্যাচে সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের কেউই ছিলেন না। এই ম্যাচে ভারতের অধিনায়ক শুভমান গিল ও ব্যাটসম্যান রিংকু সিং ভারতের বিশ্বকাপ দলের সঙ্গে ছিলেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে।

হারারেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১১৫ রান করে জিম্বাবুয়ে। থিতু হলেও কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ২৯ রান করে অপরাজিত থাকেন ক্লাইভ মাদানদে। এ ছাড়া ডিওন মায়ার্স ২৩, ব্রায়ান বেনেট ২২ ও ওয়েসলি মাধেভেরে করেন ২১ রান।
জবাবে খেলতে নেমে এতো অল্প রানের পুঁজিও টপকাতে পারল না ভারত। শুরু থেকেই ভারতের ওপর চাপ প্রয়োগ করতে থাকেন জিম্বাবুয়ের বোলাররা। পাওয়ার প্লেতেই সাজঘরে ফেরান চার ব্যাটারকে। এরপর আর কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। এক বল হাতে রেখেই ১০২ রানে গুটিয়ে যায় শুভমন গিলের দল। সর্বোচ্চ ৩১ রান আসে অধিনায়ক শুভমান গিলের ব্যাট থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights