রংপুরে ৯ পেট্রোল বোমা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরে বিএনপি কার্যালয়ের গলি থেকে ৯টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে বিএনপি’র কার্যালয়ের গলিতে কয়েকজন ছেলেকে দেখতে পেয়ে পুলিশ ধাওয়া করে। এ সময় তারা পালিয়ে গেলে পুলিশ সেখান থেকে ৯টি পেট্রোল বোমা উদ্ধার করে।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মাহফুজার রহমান বলেন, তারা নাশকতার জন্য পেট্রোল বোমা নিয়ে একত্রিত হওয়ার চেষ্টা করছিল। পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে গেলেও সেখান থেকে ৯টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। নগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ মাঠে কাজ করছে।