উল্লাপাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের ল্লাপাড়া উপজেলায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উল্লাপাড়ার সলপ ইউনিয়নের নলসোন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান শওকত ওসমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধ গাজী শফিকুল ইসলাম শফি, পৌর মেয়র নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নবী নেওয়াজ খান বিনু, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও আরাফাত হোসেন প্রমুখ। সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।