করাচি থেকে এবার আরও বেশি পণ্য নিয়ে এল সেই জাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পাকিস্তানের করাচি থেকে এবার আরও বেশি পণ্য নিয়ে এসেছে ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ নামের সেই জাহাজ। শনিবার সন্ধ্যায় জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। রবিবার এটি জেটিতে ভেড়ার কথা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার জাহাজটিতে ৮২৫ টিইইউএস (২০ ফুট সমমান) কনটেইনার রয়েছে। এসব কনটেইনার নামিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার ২০০ টিইইউএস কনটেইনার নিয়ে যাবে এই জাহাজ। আমদানি কনটেইনারের মধ্যে পাকিস্তানের করাচি থেকে লোড করা হয়েছে ৬৯৯ টিইইউএস। বাকিগুলো দুবাই থেকে এসেছে।

পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কনটেইনার জাহাজ যোগাযোগ চালু হয় গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। প্রথমবার জাহাজটিতে করে পাকিস্তান ও দুবাই থেকে ৩২৮ টিইইউএস কনটেইনার পণ্য আমদানি করা হয়। ওই সময় শিল্পের বিভিন্ন ধরনের কাঁচামাল ও পিঁয়াজ এনেছিলেন একাধিক আমদানিকারক।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, শিপিং এজেন্টের তথ্য অনুযায়ী এবার জাহাজটিতে সোডা অ্যাশ, মার্বেল স্টোন, গার্মেন্ট এক্সেসরিজ, আলু, চিনি ও ইলেকট্রনিক্সসহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। পাকিস্তান থেকে সবচেয়ে বেশি এসেছে চিনি ও সোডা অ্যাশ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে, জাহাজটি করাচি থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে এলেও এর সাধারণ রুট হচ্ছে দুবাই-করাচি-চট্টগ্রাম-ইন্দোনেশিয়া মালয়েশিয়া-ভারতের মুদ্রা এবং পুনরায় দুবাই। আগে পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কার কলম্বো বন্দরের মাধ্যমে বাংলাদেশের পণ্য আমদানি-রপ্তানি হতো, যাতে খরচ পড়ত বেশি। নতুন রুটটি চালু হওয়ার কারণে সময় ও ব্যয়-দুটোই সাশ্রয় হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights