করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৭৭

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে ২৯ হাজার ৪৬৯ জনে দাঁড়াল। ২৪ ঘণ্টায় ৭৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৪ হাজার ৪৮ জনে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ২০ লাখ ১১ হাজার ৬ জন। ২৪ ঘণ্টায় ২৪০৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪০৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ২০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights